vabna

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা চলবে ‘ওয়ান–স্টপ সার্ভিস

 

 লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা চলবে ‘ওয়ান–স্টপ সার্ভিস





  •          লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা ও চিকিৎসার              জন্য যাতে তাঁকে হাসপাতালের বিভিন্ন স্থানে নিতে না হয়, সে ব্যাপারে ব্যবস্থা 
  •            নেওয়ার কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
  •          লন্ডনেপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে চিকিৎসক ও বিএনপির স্থায়ী 
  •     কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, ‘উনার (খালেদা জিয়া) চিকিৎসার ব্যাপারে 
  • আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনাকে তো এখন লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, 
  •      রিউমাটয়েড আর্থ্রাইটিস—প্রতিটির জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে।’

Post a Comment

0 Comments