বিক্ষোভ সমাবেশে খুলনা নগরের সব থানার ওসিদের অবিলম্বে অপসারণ চাইল বিএনপি
খুলনা মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে অপসারণ দাবি করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বিশেষ করে ২৪ ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মুনীর উল গিয়াসকে অপসারণের দাবি জানানো হয়।
অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুরে নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতারা এ ঘোষণা দেন। সমাবেশে খুলনা নগরের আইনশৃঙ্খলার চরম অবনতি, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদার হত্যাকাণ্ড, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের ওপর সন্ত্রাসী হামলার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করা হয়।
0 Comments